Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আবুবকর সিদ্দিক, পিতাঃমৃত-আলহাজ্ব রায়হান উদ্দিন, মাতাঃ মৃত- জয়নব ভানু, গ্রাম+পোঃ ঝনঝনিয়া, উপজেলা- রামপাল, জেলা-বাগেরহাট।

তিনি ০৮-১০-১৯৪৮ সালে ঝনঝনিয়া গ্রামে ঐতিহ্যবাহী বড়বাড়ী জন্ম গ্রহন করেন। তিনি খুলনা জেলা স্কুল হইতে ১৯৬২ সালে এস.এস.সি পাশ করেন। এবং খুলনা দৌলতপুর বি এল  কলেজ হইতে এইচ. এস. সি পাশ করেন, ১৯৬৭ সালে বরিশাল বি এম কলেজ হইতে বি এ পাশ করেন, ১৯৬৯ সালে পশ্চিম পাকিস্তানের করাচী ইউনিভারসিটি থেকে এম এ পাশ করেন।  পবরতীতে দেশে ফিরে ১৯৬৯ সালে তার নিজ গ্রাম ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন এবং প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন, পরবতীতে ১৯৭১ সালের ১৬ই এপ্রিল যুদ্ধের জন্য দেশ ত্যাগ এবং ভাতর গমন করেন এবং দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। ১৯৭১ সালে ১৮ই  ডিসেম্বর  তার জন্মভূমিতে পদানপন করেন। পরবতীতে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করেন। রামপাল কলেজে একটানা ১২ বছর সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়  ও শেলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় নিজ হাতে প্রতিষ্ঠিত করেন।  ১৯৯৩ সালে ভাগা মহিলা  ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হন।  তার অধ্যক্ষ জীবন সুনামের সহিত অতিবাহিত হয় এবং ২০০৬ সালে  তিনি অবসর গ্রহন করেন।